ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বিবির কাজে সহযোগিতায় লজ্জার কিছু নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নারী-পুরুষের কাজে কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিবির কাজে সহযোগিতা করলে লজ্জার কিছু নেই। তিনি পুরুষদেরকে বাড়িতে গৃহস্থালীর কাজে নারীদের সহায়তা করার আহবান জানান।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের গৃহে বন্দি রাখার দিন শেষ। নারীরা আজ ঘরেও কাজ করছে, অফিসও করছে। জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। তাই তাদেরকে গৃহাস্থলীর কাজে সহযোগিতা করার আহবান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা বাসায় গিয়ে স্ত্রীদের চা দিতে বলেন। অথচ কর্মজীবী নারীরা বাসায় গিয়ে রান্নাবান্না করে। পরিস্কার পরিচ্ছন্ন করে। আবার চা বানিয়ে আপনাদের খাওয়ায়। তাই কাজ ভাগাভাগি করে নেন। এতে লজ্জার কিছু নেই। মেয়েরা রান্না করলে আপনি চা বানিয়ে খেতে পারেন। আবার রান্নার কাজে তাকে সহায়তাও করতে পারেন। এতে দু’জন নিজেদের মধ্যে সাংসারিক বিষয়ে আলাপও করতে পারলেন। সন্তানদের খোঁজ খবর নিতে পারলেন। এতে করে দু’জন দু’জনকে সময় দেওয়া হলো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি