ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিভিন্ন রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:১৪, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক শুরু হয়।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে একাধিক সূত্রে নিশ্চিত করেছে।

বৈঠকে ইউএনডিপি, সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, ডেনমার্ক, কানাডা, তুরস্ক, নরওয়ে, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, নেপাল প্রমুখ দেশের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

একই সঙ্গে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন এই বৈঠকে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি