বিমানবন্দরের উন্নয়ন কাজ শেষ হওয়া নিয়ে সংশয় (ভিডিও)
প্রকাশিত : ১৫:৫০, ৭ এপ্রিল ২০২১
করোনার কারণে বিভিন্ন বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজের গতি কমেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, পরিস্থিতির উন্নতি না হলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে। সরকার প্রণোদনা দিলেও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় আছে তার।
টানা এক বছরে করোনায় বিপর্যস্ত এভিয়েশন খাত। করোনার প্রভাবে গত এক বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের গতি কমেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজ চলছে। তবে যে পরিমাণ প্রকল্প হাতে আছে তাতে রাজস্ব না বাড়লে সমস্যায় পড়তে হবে বলে জানান তিনি।
এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, মাস্টার প্ল্যানের মাধ্যমে বিভিন্ন বিমানবন্দরকে আপগ্রেডেশন প্রোগ্রামের আওতায় নিয়ে আসতেছিলাম। সরকার এই জায়গাটাতে আমাদের যথেষ্ট প্রণোদনা ও আর্থিক সাহায্য দিয়েছে। কিন্তু এখন যেহেতু অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, সব জায়গায় আরও বেশি অগ্রাধিকার রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু জায়গা বাধাগ্রস্ত হবে। তবে যদি আমাদের রাজস্বটা চলমান থাকতো, তাহলে অনেক প্রকল্প আমরা নিজেরাই বাস্তবায়ন করতে পারতাম।
সংস্থাটির চেয়ারম্যান বলেন, এরই মধ্যে অনেক প্রকল্পের কাজের গতি হারিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেক প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি।
বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান আরও বলেন, কিছুটা স্লো হবে, বাঁধা হবে এটা বলবো না কেননা আমরা প্ল্যান মাফিক যাচ্ছি। যতটুকু সম্ভব আমরা তরান্বিত করে যাচ্ছি। যেটা প্ল্যান ছিল আগামী দুই-তিন বছরে সম্পন্ন হবে, ওইটা হয়তো একটু পিছিয়ে যেতে পারে।
তবে বিপর্যয় কাটিয়ে সুদিনে ফেরার প্রত্যাশা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
দেখুন ভিডিও :
এএইচ/এসএ/
আরও পড়ুন










