বিমানের রাশেদুলের বিরুদ্ধে দুর্নীতি ও স্ত্রীর অভিযোগ তদন্তের নির্দেশ
প্রকাশিত : ০৯:২১, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৪, ২৮ ডিসেম্বর ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্টের পরিচালক মো. রাশেদুল করিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে বিমানকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই চিঠিতে দ্বিতীয় বিয়ে করে স্ত্রী ও সন্তানকে স্বীকৃতি না দেওয়ারও অভিযোগ উঠেছে রাশেদুল করিমের বিরুদ্ধে।
রাশিদুল করিম বিমানের কার্গো পরিচালকের পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর অভিযোগ, স্ত্রীর মর্যাদা ও সন্তানের পিতৃ পরিচয়ের জন্য বারবার অনুরোধ করা হলেও পাত্তা দিচ্ছেন না তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, রাশিদুল করিমের অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে সম্প্রতি মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। ওই গোয়েন্দা সংস্থার তথ্য আমলে নিয়ে গত ২৩ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই চিঠিতে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়।
রেভিনিউ টিকেট বাতিল করে সাবলো টিকেট প্রদান: গত ১ অক্টোবর বিমানের বিজি৬০৫ ফ্লাইটযোগে সাবলো টিকেটের মাধ্যমে কার্গোর জুনিয়র দুইজন স্টাফ তথা কমার্শিয়াল সুপারভাইজার মুনতাসির রহমান ও কে এম শাহজালাল এবং বিজি২২৭ ফ্লাইট যোগে কার্গো পরিচালক রাশেদুল করিম পরিবারসহ সিলেট ভ্রমণ করেন ও সেখানে চারদিন অবস্থান করেন।
পূজার ছুটির মধ্যে বিমানের অভ্যন্তরীন রেভিনিউ টিকেটের সংকট থাকা সত্ত্বেও রাশেদুল করিম বিমানের ম্যানেজারকে (ডমেস্টিক) উল্লিখিত দুইজন স্টাফসহ তাকে সাবলো টিকেট ব্যবস্থা করে দেওয়ার জন্য চাপ দেন। পরবর্তীতে ম্যানেজার রেভিনিউ প্যাসেঞ্জেরদের অফ করে কার্গোর দুই স্টাফসহ রাশেদুল করিমের পরিবারের প্রায় ১১ বা ১২ জনকে সাবলো টিকেটের ব্যবস্থা করে দিতে বাধ্য হয়। রেভিনিউ পেসেঞ্জারদের অফ করে বিমানের কর্মীদের সাবলো টিকেট দেওয়া মূলত গুরুতর একটি অপরাধ।
সাবলো টিকিট বছরে প্রতিটি বিমান কর্মীকে সর্বোচ্চ ২০টি টিকিট ফ্রি দেওয়া হয়; যদি রাজস্ব যাত্রী না পাওয়া যায় (রাজস্ব যাত্রীর স্বল্পতার কারণে আসন খালি থাকে)।
ওই চিঠিতে আরও বলা হয়, উক্ত ভ্রমণে ১১ বা ১২ জন সিলেটের স্টেশন ম্যানেজারের রেফারেন্স ব্যবহার করে দৈনিক ৩৫০০ টাকায় ফ্ল্যাট ভাড়াসহ গড়ে ৫০০০ টাকা করে ৪ দিন অবস্থান করেন। যার খরচ প্রদান না করে তারা চলে আসেন। ফলশ্রুতিতে তাদের খরচ সিলেটের বিমানের কর্মীদের বহন করতে হচ্ছে মর্মে গোপন সূত্রে জানা যায়, যা তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে।
এছাড়াও তার বিরুদ্ধে পরিচালক (কার্গো) থাকাকালীন রোস্টার বাণিজ্যের অভিযোগ রয়েছে।
দ্বিতীয় স্ত্রীকে স্বীকৃতি না দেওয়া: রাশেদুল করিম ২০২৪ সালের ২৪ জানুয়ারি খিলক্ষেতের একটি কাজী অফিসে পাঁচ লাখ এক টাকা কাবিনে মোছা. মৌসুমী আক্তার লিমা নামে এক নারীকে মুসলিম শরিয়া আইন মোতাবেক বিয়ে করেন। এ দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। ওই নারী বিয়ের আগে দীর্ঘ সময় স্বীকৃতি না পেয়ে প্রকাশ্যে আসার কথা জানালে বিবাহের স্বীকৃতি দেয়ার পরিবর্তে রাশেদুল করিম তাকে বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিচ্ছে মর্মে গোপন সূত্রে জানা যায়।
গত ৩১ নভেম্বর এতদসংক্রান্ত বিষয়ে তদন্ত মারফত প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সন্তানের স্বীকৃতির জন্য মোসা. মৌসুমী আক্তার লিমা বিমান কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ
করেছেন।
তাই স্ত্রী সংক্রান্ত বিষয়টির কারণে তার ২য় স্ত্রীর মামলা বা সংবাদ সম্মেলনের মত ঘটনা ঘটাতে পারে মর্মে জানা যায়। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিধায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জরুরি ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে মতামত দিয়েছে মন্ত্রণালয়।
এএইচ
আরও পড়ুন










