ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুল, বিএএফ, বগুড়াতে অনুষ্ঠিত হয়। 

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের প্রশিক্ষক বৈমানিকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হয়ে মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে সহায়তা করার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানান।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তা এই কোর্সে অংশগ্রহণ করেন। স্কোয়াড্রন লীডার মাহফুজুল হাসান (বিডি/৯২৭৪), জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানের শুরুতে ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুলের অধিনায়ক উইং কমান্ডার মোঃ রিয়াদ হাসান রব্বানী, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি