বিমান বাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দর সিং ধানোয়া।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দর সিং ধানোয়া ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চীফ মার্শাল বীরেন্দর সিং ধানোয়াকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তারা বাংলাদেশ ও ভারতের বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়াও তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা সদর, নৌ সদর, সশস্ত্র বাহিনী বিভাগ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক পরিদর্শন করবেন। এছাড়াও তিনি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু পরিদর্শনকালে ঘাঁটির বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন, ২১৪ মেইনটেন্যান্স এবং ওভারহোলিং ইউনিট ও বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টার পরিদর্শন করবেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধান সস্ত্রীক ৩ সদস্যের প্রতিনিধি দলসহ গতকাল পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতের বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
এসি
- ঘুরে আসুন সীতাকুন্ড শিবচতুর্দশী মেলা
- বিসিকের নতুন চেয়ারম্যান মোশতাক হাসান
- বলিউডে নিষিদ্ধ পাকিস্তানি তারকারা
- আইসিএমএবি ও ইউআইইউ এর মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পেলেন নজরুল ইসলাম
- ‘বিকশিত হোক শত ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন কাল
- শাহরিয়ার স্টিলের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি স্বাক্ষর
- হাসপাতালের ডাস্টবিনে ২২ নবজাতকের লাশ
- ট্রেড লাইসেন্স দিতে পারবে বেজা
- এফবিসিসিআই সভাপতি পদে ফজলে ফাহিমকে সমর্থন
- বশেমুরবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
- ভারতের পথে যুবরাজ সালমান
- প্রধানমন্ত্রী দেশে ফিরলেই বিদ্রোহীদের বিষয়ে সিদ্ধান্ত: কাদের
- জবিতে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৪০
- পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- ‘উরু উরু মন’ গানে এরফান মৌমিতা জুটি
- জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতির আহবান
- গণ বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ উৎসব পালিত
- শিক্ষার্থীদের সমস্যায় পাশে থাকবে ছাত্রলীগ: শোভন
- মেহেরপুরে হয়ে গেল পিঠা উৎসব
- চট্টগ্রামে চার হাজার লিটার ভেজাল ঘি জব্দ
- চট্টগ্রামে তৃতীয় দিনেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ
- চট্টগ্রামের চাক্তাইয়ে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ
- অসচ্ছলদের ভ্যান দেবে চট্টগ্রাম সমিতি-ঢাকা