ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টালিগঞ্জে অঙ্কুশকে নিয়ে চলছে গুঞ্জন। সিনেমা নিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়ে। ‘ফাগুন বউ’ এর ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাকে ধরা দিচ্ছেন টালিউডের ‘খিলাড়ি’। তারকা-জুটির বিয়ের খবরে তোলপাড় মিডিয়া। নিজের বিয়ের খবর নিজেই টুইট করেছেন অঙ্কুশ।

বিভিন্ন সংবাদ মাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের খবর প্রকাশ করা হয়েছে। বলে হয়েছে, ২০১৯ সালের মধ্যেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন টালিপাড়ার এই দুই তারকা। এর মধ্যেই একটি খবর নিজের টুইট প্রোফাইলে তুলে ধরেছেন অভিনেতা। মজা করে আবার বলেছেন, ‘মা-কে খবরটা জানাতে হবে … কি খুশিই হবে!’

মজার ছলে ঘটনার সত্যতা নাকচ করে দিলেন অভিনেতা। তবে তার আর ঐন্দ্রিলার সখ্যতা নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি নায়ক। ঐন্দ্রিলার সিরিয়ালের শুটিং ফ্লোরেও দেখা গিয়েছে তাকে। আবার সম্প্রতি নায়িকা টুপি পরে ছবি পোস্ট দেওয়ায় তাতে আবার টিপ্পনিও কেটেছেন। মজা করেই জানিয়েছেন তার টুপি পরেই ঘুরে বেড়াচ্ছেন প্রিয় বান্ধবী।
সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি