ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

বিহারী ক্যাম্পগুলোতে ‘আপাতত’ বিদ্যুৎ থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

দেশের ১৩ জেলার ৭০টি বিহারী ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ আপাতত থাকবে। এছাড়া বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের বিষয়ে সিদ্ধান্ত সরকার নেবে।

বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ বুধবার এ রায় দেন।

এর আগে ১৯৭৩ সাল থেকে ৭৬ পর্যন্ত রেডক্রস বিহারী ক্যাম্পের বিদ্যুৎ বিল দেবে বলে সিদ্ধান্ত হয়। এরপর সরকার ২০১৬ সাল পর্যন্ত সরকার দেবে বলে সিদ্ধান্ত নেয়।  

২০১৭ সরকার সিদ্ধান্ত নেয় বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিল আর দেবে না। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় বিহারী ক্যাম্পগুলোর পক্ষ থেকে। ২০১৮ সালে হাইকোর্ট থেকে তারা রুল নেয় এবং বিদ্যুৎ সংযোগ যেমন আছে তেমনই থাকবে বলে স্থিতাবস্থা দেন আদালত। 
বুধবার রুল খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। 

হাইকোর্ট ক্যাম্পগুলাতে প্রিপেইড মিটার সংযোগ দেয়ার নির্দেশ দেন। মিটার বসানো হলে বিল দেবে ক্যাম্প। 

আর ক্যাম্পগুলোর কাছে পাওনা বকেয়া প্রায় ৩০০ কোটি টাকা কিভাবে আদায় করা যাবে সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান আদালত। 

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি