ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের তারিখ জানালেন রণবীর-দীপিকা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ২৩:১৮, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রণবীর-দীপিকার বিয়ের তারিখ জানার জন্য ভক্তদের অপেক্ষার যেন শেষ নেই। কিন্তু এ বিষয়ে এতদিন তাদের মুখ থেকে কিছুই শোনা যাচ্ছিল না। তারা মুখ খুলছেন না। এদিকে ভক্তদের ধৈর্য্যের বাঁধও ভেঙে যাচ্ছিল।      

অবশেষে বিয়ের তারিখ জানিয়ে দিলেন দীপিকা-রণবীর। সোশ্যাল মিডিয়ায় এই জুটি জানিয়েছেন, আগামী ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ের অনুষ্ঠান হবে তাঁদের।

সঞ্জয় লীলা বানসালীর ‘রামলীলা’ ছবি থেকেই দীপিকা আর রণবীর ডেট করছেন বলে বলিউডে গুঞ্জন। ‘পদ্মাবত’-এর সেটে দু’জনের ঘনিষ্ঠতা আরও বাড়ে। তার পরই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

শোনা যাচ্ছে, বিয়ের আগে ১০ দিন ধরে বিশেষ পুজো চলবে দীপিকার বাড়িতে। রণবীর এবং তাঁর পরিবারের সদস্যরা নভেম্বরের প্রথম সপ্তাহেই বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতে চলে যাবেন। দীপিকার মা ইতিমধ্যেই বেঙ্গালুরুর নন্দী মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলে নিয়েছেন। পাত্র-পাত্রীকে নিয়ে সেখানেও নাকি পুজোর আয়োজন করা হবে।

বলি মহলের জল্পনা, ইতিমধ্যেই নাকি বিয়ের গয়না কিনে ফেলেছেন দীপিকা। তবে চিরাচরিত সোনা, হিরে বা প্ল্যাটিনাম নয়। নায়িকা নাকি স্পেশ্যাল দিনে রূপোর গয়নায় সাজতে চান। রানি মুখোপাধ্যায় বা অনুষ্কা শর্মার মতোই বিয়ের পোশাকের জন্য দীপিকাও ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ওপর নির্ভরশীল। বিয়ে এবং রিসেপশন— সব কিছুর জন্যই নাকি সব্যসাচীর ডিজাইনার আউটফিটে সাজবেন দীপিকা। যদিও কোনও কিছু নিয়েই প্রকাশ্যে এখনও কথা বলেননি তারকারা।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি