ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

বিয়ের ২ মাসের মধ্যে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দাম্পত্য কলহের জেরে নাটোরের গুরুদাসপুরে আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬) ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট (এক ধরনের বিষ) খেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত আবু হাসান উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে ও তার স্ত্রী স্বপ্না খাতুন রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, দুই মাস আগে স্বপ্না খাতুনের সঙ্গে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্কের জেরে বাল্যবিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে মান অভিমান চলতো। এক পর্যায়ে শনিবার ভোরে তারা একসঙ্গে গ্যাস ট্যাবলেট (এক ধরনের বিষ) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনই মারা যান।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ও মান অভিমানকে কেন্দ্র করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি