ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসিকে প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বেনাপোল ইমিগ্রেশনে পুলিশের চাঁদাবাজির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার জের ধরে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। তাকে ঢাকা আর্মস পুলিশ (কেপিবিএন) ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

জানা যায়, ১৮ মাসের পোস্টিং নিয়ে তরিকুল ইসলাম ২০১৭ সালের ২৫ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যোগদান করেন। কিন্তু ৯ মাস পার না হতেই কর্তৃপক্ষ তাকে ৩ সেপ্টেম্বর প্রত্যাহার করেন। তবে চেকপোস্ট ইমিগ্রেশনে এখনো কোন নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়নি। ইমিগ্রেশনের কনস্টেবলদের প্রকাশ্যে পাসপোর্ট দালালি ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ হওয়ার পর পরই কয়েকজন পুলিশ সদস্যকেও অন্যত্র বদলি করা হয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি