ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বেনাপোল ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৭, ৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ মুনতাজ আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুনতাজ আলী বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পুর্বপাড়া গ্রামের সাবেদ আলীর ছেলে।

যশোর ডিবিরওসি রুপম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. নুর ইসলামের নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গঁজাসহ মুনতাজ আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি