ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ব্যাংক-বিমা ও শেয়ার বাজার খুলছে রবিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৫ মে ২০২১

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতরের তিনদিনের ছুটি আজ (শনিবার) শেষ হচ্ছে। আগামীকাল রবিবার (১৬ মে) খুলছে ব্যাংক-বিমা ও শেয়ার বাজার। তবে আগের মতো অন্যান্য অফিস বন্ধই থাকবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই বুধবার শেষ কর্মদিবস অফিস হয়ে বৃহস্পতিবার থেকে তিনদিনের ঈদের ছুটি শুরু হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধে রবিবার থেকে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন। এর পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর দেশের শেয়ার বাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

এদিকে চলমান বিধিনিষেধ বা ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী চলমান বিধিনিষেধ শেষে আগামী ১৭-২৩ মে নতুন করে অনুমোদন দিয়েছেন। রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি