ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ব্যারিস্টার মঈনুল হোসেনের গোপন ফোনালাপ ফাঁস [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:১৩, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে দৈনিক নিউ নেশনের সাবেক বিশেষ প্রতিনিধি রব মজুমদারের টেলিফোনে কথোপকথন ফাঁস হয়েছে। ফোনালাপের শুরুতেই সাংবাদিক মাসুদা ভাট্টির সঙ্গে অবমাননাকর বক্তব্য এবং মামলা নিয়ে কথা বলেন মইনুল হোসেন।

তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করার জন্যই জাতীয় ঐক্যফ্রন্টে ডক্টর কামাল হোসেনকে আনা হয়েছে বলে জানান ব্যারিস্টার মঈনুল হোসেন। মাসুদা ভাট্টি সম্পর্কে অবমাননাকর বক্তব্যের বিষয়েও কথা বলেছেন ব্যারিস্টার মঈনুল হোসেন।

এক পর্যায়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করেন রব মজুমদার। তখন ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্যই ঐক্যফ্রন্টে ডক্টর কামাল হোসেনকে আনা হয়েছে।

মাসুদা ভাট্টি ইস্যুতে ৯৫ শতাংশ মানুষ তাকে সমর্থন করে বলেও জানান ব্যারিস্টার মঈনুল হোসেন।

ভিডিও: 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি