ঢাকা, বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় শোকের দিনে নির্বাহী আদেশ উপেক্ষা করে খুলনা ওয়াসায় অফিস

আশরাফুল ইসলাম নূর, খুলনা

প্রকাশিত : ২১:৩০, ৩১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নির্বাহী আদেশ উপেক্ষা করে সরকারি ছুটির দিন বুধবার (৩১ ডিসেম্বর) খুলনা ওয়াসায় অফিস করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালাসহ কয়েকজন কর্মকর্তা।

এমনকি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলনা ওয়াসায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি এবং কালো পতাকাও উত্তোলন করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্বাহী আদেশ অমান্য করে কী প্রয়োজনে দরজা-জানালা বন্ধ করে দাপ্তরিক কাজ চলছিল—এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথমে অসৌজন্যমূলক আচরণ ও গালাগাল করা হয়। পরে নিরাপত্তাকর্মীরা ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে।

একপর্যায়ে একাত্তর টেলিভিশনের রিপোর্টার রাজু হাওলাদারকে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। খবর পেয়ে অন্যান্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় নির্বাহী আদেশ অমান্যকারীদের তদন্ত ও সাংবাদিককে আটকে রাখার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে ঝুমুর বালাসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তারা নির্বাহী আদেশ অমান্য করে কেন অফিস করছেন—এমন প্রশ্নে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান ঝুমুর বালা।

ওয়াসার একাধিক সূত্র জানায়, সম্প্রতি খুলনা ওয়াসায় জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় পছন্দের প্রার্থীদের অগ্রাধিকার দিতে ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে ঝুমুর বালাসহ কয়েকজন কর্মকর্তা গোপনে কাজ সম্পন্ন করতে ছুটির দিনে অফিস করেন। গোপন ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করা হয়েছে বলেও দাবি করা হয়।

এদিকে শোকের দিনে ওয়াসা ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি, উত্তোলন করা হয়নি কালো পতাকা। খালেদা জিয়ার মৃত্যুতে কোনো শোকবার্তা সম্বলিত ব্যানারও টানানো হয়নি। সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে কালো ব্যাজ ধারণ করতেও দেখা যায়নি।

এ বিষয়ে ভিডিও ধারণ করতে গেলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে নিরাপত্তাকর্মীরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান।পরে ওয়াসা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

গণমাধ্যমকর্মীরা ওয়াসা ভবনের সামনে অবস্থান নিলে কালো গ্লাস লাগানো ব্যক্তিগত গাড়িতে দ্রুত অফিস ত্যাগ করেন ঝুমুর বালা। এ সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও গাড়ি দ্রুত গতিতে চলে যায়।

এ বিষয়ে একাধিকবার খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে নির্বাহী আদেশ অমান্য করে অফিস পরিচালনা, রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা এবং সাংবাদিকদের আটকে রাখার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন খুলনার গণমাধ্যমকর্মীরা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি