ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ব্লাড ক্যানসারের কাছে হেরে গেলেন ফায়সাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ দুই বছর ব্লাড ক্যানসারের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন মোহাম্মদ ফয়সাল (২৫)।

শনিবার সকাল ৭.৩০ মিনিটে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি  রাজিউন...।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২০ মে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয়।

 ফায়সালকে বাঁচাতে ১৫ লাখ টাকার প্রয়োজন ছিল। তার চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব ছিল না। তাকে বাঁচাতে সন্দ্বীপের সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায়।

কেআই/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি