ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ব্লাড ক্যানসারে আক্রান্ত হৃদয় বাঁচতে চায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:১৮, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নাম হৃদয়। বয়স ১৩। জন্মের তিন মাসেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। ওই সময় থেকেই ছেলেকে বাঁচাতে সংগ্রাম করে যাচ্ছেন হৃদয়ের বাবা মো. নূর হোসেন। একটু সাহায্যের আশায় বিভিন্ন সংবাদ মাধ্যমের পিছে পিছে ঘুরছেন তিনি।তার একটাই ইচ্ছা বুকের ধন হৃদয়কে বাঁচানো।

আজ বুধবার অসুস্থ্ ছেলেকে সাথে নিয়ে একুশে টেলেভিশনের অফিসে এসেছিলেন নূর হোসেন।তার চোখেমুখে ছেলেকে বাঁচানোর আকুতি। ছেলের চিন্তা করতে করতে হৃদয়ের বাবাও যেন অসুস্থ হয়ে গেছেন।

এ সময় নূর হোসেন বলেন, বুকের ধন হৃদয় জন্মের তিন মাস হতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত্। ১৩ বছর যাবৎ ছেলের চিকিৎসা করতে গিয়ে স্থাবর অস্থাবর সকল সম্পদ শেষ হয়ে গেছে।এখন আমি নিঃস্ব। দিন মুজুরী করে যা আয় করি তা দিয়ে আমার তিন সদস্যের পরিবারের ভরণ পোষণ সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, ডাক্তার আমাদের পরামর্শ দিয়েছেন ছেলেকে ভারতের মাদ্রাজে নিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য। কিন্তু টাকার অভাবে ছেলেকে মাদ্রাজে নিয়ে যেতে পারছি না। চিকিৎসা না করাতে পারলে  ছেলেকে বাঁচানো সম্ভব নয়।

নূর হোসেন বলেন, মাদ্রাজে আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকার প্রয়োজন।তাই আমি মনে করি আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমার ছেলেকে বাঁচানো সম্ভব।

সাহায্য পাঠানোর ঠিকান

মো: নূর হোসেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:

একাউন্ট নং: পল্লবী শাখা-৩৬৪১৮

মোবাইল: ০১৮১৪-৭৯৫৪৬০

এমএইচ/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি