ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভাইকে দায়ী করে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন বাশার মাহমুদ নামের এক ছাত্রলীগ নেতা। মঙ্গলবার কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার কচুয়ারপাড়ের নিজ বাড়িতে ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বাশার মাহমুদ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার রাত ১১টা ২৫ মিনিটে নিজ ফেসবুকের টাইমলাইনে তিনি একটি স্ট্যাটাস দেন।

তিনি লিখেন, আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মৃত্যু হয় তা পুরো দায় আমার পরিবারের, বিশেষ করে আমার ভাইয়ের। আমার মৃত্যুতে কারো কোনো প্ররোচনা ছিলো না, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ক্ষমা করবেন আমাকে।

এদিকে বাশারের বন্ধুদের ধারণা, পারিবারিক কারণে হতাশাগ্রস্থ হয়ে বাশার মাহমুদ আত্মহত্যা করেন। এ বিষয়ে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে কারো বক্তব্য পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামসুল আলম জানান, এ ঘটনায় এখনও কেউ পুলিশকে কিছু জানায়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি