ভাঙ্গনের মুখে পড়েছে ময়মনসিংহের ১০ গ্রাম (ভিডিও)
প্রকাশিত : ১১:০০, ১২ জুলাই ২০১৮

এক দিকে বন্যা, অন্যদিকে ব্রহ্মপুত্র নদে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন। ফলে ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে ময়মনসিংহ সদরের ১০ গ্রাম। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক ফসলি জমি। হুমকিতে বসতবাড়ি, হাটবাজার ও স্কুল-কলেজ।
সদর উপজেলার ব্রহ্মপুত্র পাড়ঘেঁষা কিসমত গ্রাম। ১৩ শতাংশ জমির ভিটায় অসুস্থ স্বামী-সন্তান-নাতি-নাতনিদের নিয়ে বসবাস করছিলেন শাহানা বেগম। গেল বন্যায় নদীর পাড় ভেঙ্গে বসতভিটার অর্ধেক বিলীন হয়েছে। এবারও ভাঙনের কবলে তার ভিটা।
ড্রেজারে বালু উত্তোলনের কারণে কিসমত, তারাগাই, কল্যাণপুরসহ ১০ গ্রামের অনেক কিছুই পড়েছে হুমকির মুখে।
ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদী ভাঙ্গন হয় না বলে দাবি করেন এই মালিক।
ভাঙন ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে, জেলা প্রশাসনের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
আরও পড়ুন