ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারতের সিটিজেনশিপ চাইছেন জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

‘আমি কখনোই দেশ ছাড়বো না। তবে ডুয়াল সিটিজেনশিপ পেলে নিশ্চয়ই ভারতের সিটিজেনশিপ নিতাম।’- কলকাতার মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ভারতের সিটিজেনশিপের দিকে তিনি তাকিয়ে রয়েছেন কি না- এ প্রশ্নের উত্তরে জয়া বলেছেন, একবারেই ভুল। জয়া বর্তমানে ঢাকা ও কলকাতায় থাকছেন ভাগাভাগি করে। কলকাতায় ফ্ল্যাটও নিয়েছেন। কলকাতার অনেক সিনেমাতেই তিনি কাজ করছেন।

তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে বলে ইন্ডাস্ট্রিতে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে সম্পর্কে জয়া আহসান বলেছেন, সময় হলে নিশ্চয়ই বিয়ে করব। আসলে বিয়ে নিয়ে আমার মধ্যে একটা ভীতিও রয়েছে। জয়ার মতে, যখন কাজ করি তখন তা খুব মন দিয়ে করি। তাই বিয়ে করলে সংসারটাও মন দিয়ে করব। তবে এতকিছু একসঙ্গে মন দিয়ে করা যায় না। ভীতি সেখানেই।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি