ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভারতে পাচার হওয়া ৪ যুবতীকে বিজিবির কাছে হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের তিন বছর পর ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যম বাংলাদেশী চার যুবতীকে বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করছে ভারতীয় বিএসএফ সদস্যরা।   

বুধবার সন্ধ্যায় বিএসএফ বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছ তাদের হস্তান্তর করেন।

তারা হলেন-অন্তরা (১৯), নাসিমা খাতুন (২০), লিমা খাতুন (১৮) ও জেসমিন আরা (১৭)। এদের বাড়ি নড়াইল, ময়মনসিংহ, যশোর ও সাতক্ষীরা  জেলায়।      

বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, তিন বছর আগে এসব নারীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র সীমান্ত পথে ভারত নিয়ে যায়। পরে দালালরা তাদের ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে পালিয় যায়। এ সময় সেদেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে  কলকাতার ‘সংলাপ’ নামের একটি এনজিও সংস্থা তাদর ছাড়িয় নিজেদের শেল্টার হোমে রাখে।

পরবর্তীতে এনজিও সংস্থা এসব নারীদের নাম,ঠিকানা সংগ্রহ করে যাচাই-বাচাই করে।পর দু,দেশের স্বরাষ্ট্র মন্ত্ৰালয় যোগাযোগ করে ‘স্বদশ প্রত্যাবর্তনর’ মাধ্যম বাংলাদশ ফেরত পাঠায়। পরে তাদের পোট থানায় হস্তান্তর করেন ।

বেনাপোল পার্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাগজপত্রের কাজ সম্পন্ন করে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাতক্ষীরার একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে ।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি