ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরেছেন বৌদ্ধ ধর্মালম্বীদের গুরু শীলানন্দ
প্রকাশিত : ১৭:৫৩, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:১১, ৬ জুন ২০১৭

মাসব্যাপী ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরেছেন বৌদ্ধ ধর্মালম্বীদের মহান গুরু শীলানন্দ স্থবির প্রকাশ ধুতাঙ্গ ভান্তে।
দুপুরে বিশেষ বিমানে করে চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তাঁকে সংবর্ধনা জানান বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। বিমানবন্দরে বৌদ্ধ ধর্মালম্বী অনুসারীরা ফুল ছিটিয়ে ধুতাঙ্গ ভান্তেকে বরণ করে নেন। পরে বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে বের করা হয় শোভাযাত্রা। গেলো ৮মে ধুতাঙ্গ ভান্তে বিশেষ আমন্ত্রণে সদ্ধর্মদানের উদেশ্যে ভিয়েতনাম যাত্রা করেন। সেখানে তিনি ধর্র্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করেন।
আরও পড়ুন