ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ভুল চিকিৎসায় মান্নানের পা কেটে ফেলা, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভুল চিকিৎসায় এক পা কেটে ফেলা আব্দুল মান্নানের বিষয়ে বিএসএসএমইউ’র অর্থোপেডিক বিভাগের প্রধানকে নিয়ে একটি তদন্ত কমিটি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

একই সঙ্গে আব্দুল মান্নানের এক পা কেটে ফেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

রোববার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন। 

আগামী ২৮ জানুয়ারি মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট।

আবেদনে বলা হয় আব্দুল মান্নান ডান পায়ের চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে গেলে ডা রেজা প্রাইভেট হাসপাতালে রেফার করেন। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতাল শ্যামলিতে নিলে তার ডান পায়ের চিকিৎসা না করে কোনো অনুমতি না নিয়েই বাম পা কেটে ফেলা হয়। 

এ বিষয়ে ৭ এপ্রিল লিগ্যাল নোটিশ দেয় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল। 

এ ঘটনায় ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে স্বাস্থ্যসচিব, বিএসএমএমইউ ও বিএমডিসিকে বিবাদী করা হয়েছে। 

যারা ভুল চিকিৎসা দিয়েছেন, সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি