ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ভোট দিলেন আ.লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১০:১৪, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ভোট দিয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা ১৪ মিনিটে তার নিজ এলাকা কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন জাহাঙ্গীর আলম। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১১৮ জন।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেছেন, যে কোনো অনিয়মের চেষ্টা তারা কঠোরভাবে দমন করবেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির ধানের শীষ প্রার্থী হাসান উদ্দিন সরকার মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী হলেও আরও পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাজী মো. রুহুল আমিন (কাস্তে), বাংলাদশে ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি মার্কায় লড়ছেন ফরিদ আহমদ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি