ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

মনে পড়ে গেল পুরনো ক্ষত: টুইঙ্কেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পৃথিবীর সব সাহসী মেয়েরা যাতে পৃথিবীকে আরও সুরক্ষিত করে রাখতে পারেন’— টুইটারে এমনটাই বলেছেন টুইঙ্কেল খান্না। সেখানে তিনি লিখেছেন তিনি ও তার মা ডিম্পল কপাডিয়া দু’জনেই কর্মজীবি মহিলা। তাই কর্মক্ষেত্রে হেনস্থা নিয়ে আলোচ‌নার সময়ে এসব বিষয় উঠে এসেছে। ‘পুরনো ক্ষত যেন ফের ফিরে এল’— লিখেছেন টুইঙ্কেল।

তবে সেগুলো কী তিনি স্পষ্ট ভাবে বলেননি। এখন টুইঙ্কেল স্বামী অক্ষয় কুমার ও মেয়ে নিতারার সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন। কিন্তু বলিউডে ক্রমাগত উঠে আসা হেনস্থার অভিযোগ তার মনে দাগ কেটেছে। এর আগেও তিনি তনুশ্রী দত্তের নানা পাটেকরের বিরুদ্ধে আনা অভিযোগের পরে তাকে সমর্থন জানিয়ে টুইটারে মি টু নিয়ে লিখেছিলেন।

‘‘বিভিন্ন জনের সঙ্গে কথা বলে নানা গল্প শুনতে পাচ্ছি, মায়ের সঙ্গে কথা হচ্ছিল একজন কর্মজীবি মহিলাকে কী কী অভিজ্ঞতার সামনে পড়তে হয়। পুরনো ক্ষতগুলো সব মনে পড়ে গেল। তবে ভালই হল।’’— লেখেন টুইঙ্কেল।

সূত্র- এনডিটিভি

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি