প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন
মশিউর রহমান হুমায়ুন ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
প্রকাশিত : ১৭:২৩, ৪ মার্চ ২০১৯

জনপ্রশাসন মন্ত্রনালয় চুক্তিভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি নিয়োগ সম্পন্ন করেছে। এর মধ্যে দু`জন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, একজন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব- ২ ও একজন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে মনোনয়ন পেয়েছেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মশিউর রহমান হুমায়ুনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া`র বাড়ী চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় অবস্থিত। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ২ পদে মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের গাজী হাফিজুর রহমান লিকু। জামালপুরের মো. আরিফুজ্জামান নুরুন্নবী প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর দু`জন বিশেষ সহকারী সরকারের উপসচিব পদমর্যাদা পাবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ২ গ্রেড ৬ ও প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার গ্রেড ৯ - এ বেতনভাতা ও সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন।
আআ/এসি
আরও পড়ুন