মাংস ব্যসায়ীদের অফিস না খুলে দিলে এই সমিতি বিলুপ্ত
প্রকাশিত : ১৮:১৭, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩১, ৪ জুন ২০১৭

আগামী এক সপ্তাহের মধ্যে গাতলীর ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যসায়ীদের অফিস না খুলে দিলে এই সমিতি বিলুপ্ত করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যসায়ী সমিতি।
সকালে ঢাকা রিপোর্টস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন সমিতির মহাসচিব রবিউল আলম। এসময় তিনি সমিতি অফিসে তালা লাগানোর অভিযোগে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। গাবতলি হাটে স্থানীয় চাদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে, জনগনের অধিকার, মাংস ব্যবসায়িদের দাবী আদায়ের ব্যর্থতার কারনে সংগঠনের মহাসচিবের পদ থেকে পদত্যাক করেন রবিউল আলম ।
আরও পড়ুন