ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

মাইক্রো চাপায় প্রাণ গেলো মা-ছেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৫১, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে মাইক্রোবাসের চাপায় এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- শিল্পী আক্তার (৩৫) ও মো: ওমর (৭)।

রোববার সকালে ১০টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি দোনা গ্রামের বাগেরহাট-মোরেলগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিল্পী আক্তার দোনা গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী। এবং নিহত তাদের সাত বছরের শিশু সন্তান মো.ওমর স্থানীয় দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

মোরেলগঞ্জ থানার ওসি রাশেদ আলম জানান, রোববার সকালে শিল্পী তার ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন। বাগেরহাট-মোরেলগঞ্জ মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ায় সময় বাগেরহাট থেকে মোরেলগঞ্জমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পরপরই চালক গাড়ি রেখে পালিয়ে গেলেও পুলিশ গিয়ে মাইক্রোটি জব্দ করেছে বলে জানিয়েছেন ওসি।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি