ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মাদকের টাকা নিয়ে বিরোধ, বন্ধুকে খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নাটোরের গুরুদাসপুরে মাদকের টাকা নিয়ে বিরোধে বন্ধুর হাতে খুন হয়েছেন এক যুবক।  রোববার রাত ১০ টার দিকে উপজেলার খামার নাচকৈড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আশিক (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, উপজেলার কাচারীবাড়ি এলাকার নজরুল শেখের ছেলে আশিক রহমান তার বন্ধু খামার নাচকৈড় গ্রামের জালালের ছেলে অলির সাথে মাদক ব্যবসা করতো। মাদক বিক্রির পাওনা ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলে অলি রোববার রাত ৮ টার দিকে আশিককে ডেকে আনে। পরে পাওনা টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে অলি ধারালো অস্ত্র দিয়ে আশিককে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আশিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত অলিকে আটকের চেষ্টা চলছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি