ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মানিকগঞ্জে ছুরিকাঘাতে ইটভাটা মালিককে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাশেম মোল্লা (৬০) নামে এক ইটভাটার মালিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সোনাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাশেম মোল্লা স্থানীয় এসএমবি ব্রিকস ফিল্ডের মালিক। তিনি সোনাডাঙ্গা গ্রামের লালু মোল্লার ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাশেম মোল্লার ইটভাটার ওপর দিয়ে একই গ্রামের আনোয়ার শিকদার পাশের আরেকটি ইট ভাটায় ট্রাকে করে মাটি নেওয়ার চেষ্টা করলে হাশেম মোল্লার লোকজন বাধা দেয়। এরই জের ধরে আনোয়ার শিকদার তার বাড়ির সামনের রাস্তা থেকে হাসেম মোল্লার ইটবোঝাই দুটি ট্রাক আটকে দিলে হাশেম মোল্লা তার ভাই-ভাতিজাদের নিয়ে ঘটনাস্থলে যান। তর্কবিতর্কের একপর্যায়ে আনোয়ার শিকদারের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালালে হাশেম মোল্লাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন।

 

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি