ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মানুষের জীবনযাত্রার মান, খাদ্যাভ্যাস ও যান্ত্রিকতায় রোগাক্রান্ত হচ্ছে মানুষ

প্রকাশিত : ১১:৩৯, ৭ জুন ২০১৬ | আপডেট: ১১:৪০, ৭ জুন ২০১৬

Ekushey Television Ltd.

মানুষের জীবনযাত্রার মান, খাদ্যাভ্যাস ও যান্ত্রিকতায় রোগাক্রান্ত হচ্ছে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী।  আক্রান্ত হচ্ছে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনী সংক্রমণের মতো দুটি করে অসংক্রামক রোগে। এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল। পাশাপাশি কোন একটি রোগ নিয়ন্ত্রণে এলেও, আরেকটি প্রকট হবার সম্ভাবনা থাকে। নির্ভরযোগ্য কোন পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা ধারনা করছেন, দেশে ১৫ লাখের বেশি ক্যান্সার আক্রান্ত রোগী আছে। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রতিবছর আক্রান্ত ২ লাখ রোগীর মধ্যে মৃত্যু ঘটছে দেড় লাখের বেশি। ক্যান্সারের কারণ নির্নয়ে প্রাথমিক তথ্যে পাওয়া যায় ১.    বংশগত/ত্রুটিপুর্ন জিন ২.    ধুমপান ৩.    আয়োনাইজিং রেডিয়েশন ৪.    খাদ্যদ্রব্যের বিষক্রিয়া : মাইক্রোটনিকস ও নাইট্রোসামাইনস ৫.    মাদক ৬.    রাসায়নিক ৭.    ভাইরাস অসংক্রামক রোগের মধ্যে ভয়াবহ কিডনী ও ডায়াবেটিস। শতকরা ১১ থেকে ১৭ শতাংশ মানুষ কোন না কোনভাবে কিডনী রোগে আক্রান্ত হচ্ছে। একইসঙ্গে উচ্চ রক্তচাপ ও স্থুলতার প্রবণতাও আকার নিচ্ছে মহামারীর। প্রভাবটা কার্বন মনোঅক্সাইড, নিকোটিন, ভেজাল ও বিষযুক্ত খাবারের। উচ্চ রক্তচাপে প্রকোপ বাড়ছে অ্যাজমা, স্ট্রোক, ক্রণিক রেসপাইরেটরি ডিজিস, কার্ডিওভাসকুলার ডিজিস ও স্নায়ুবিক রোগসহ বেশ কিছু অসংবেদনশীল রোগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে মৃত্যুর সংখ্যা প্রায় ৫৭ হাজার, ৩ লাখ ৮২ হাজার ডায়াবেটিসে, আর হৃদরোগের ঝুঁকি বাড়ছে প্রায় ১৮ ভাগ মানুষের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি