ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

মানুষ সুখের দিনে দুঃখের কথা ভুলে যায়: শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১৭:১৩, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মানুষ সুখের দিনে দুঃখের কথা ভুলে যায়। তাই দু:খের কথা মনে করিয়ে দিতে হবে। দেশের মানুষকে বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মনে করিয়ে দিতে হবে।

আজ শনিবার গণভবনে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, নৌকা মানুষকে ভাষার অধিকার দিয়েছে, নৌকা মানুষকে স্বাধীনতা দিয়েছে, নৌকা মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, নৌকা শুধু এখন নয় সেই নূহ (আ.) এর আমলেও নৌকায় উঠে মানুষ রক্ষা পেয়েছে।

শেখ হাসিনা বলেন, এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো নৌকা প্রতীকে হয়। খুলনায় নৌকার বিজয় হয়েছে। গাজীপুরেও নৌকার বিজয় হয়েছে।

প্রসঙ্গত, তৃণমূল নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এ বর্ধিত সভার আয়োজন করেন। আগামী ৭ জুলাই দ্বিতীয় বর্ধিত সভা অনুষ্ঠিতত হওয়ার কথা রয়েছে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি