ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকেও নজর দিতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেখেছি- সাধারণত যে মামলাগুলো করা হয়, তা সময় মত সম্পন্ন হয় না। যারা মামলাগুলো পরিচালনা করেন তাদের এ বিষয়ে ঘারতি রয়েছে, সেই সঙ্গে মামলা করা হলে তা যাতে দ্রুত সম্পন্ন ও নিষ্পত্তিত হয় সেদিকে পুলিশেরও বিশেষ ভাবে নজর দিতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধানমন্ত্রী প্রয়োজনে এ বিষয়ে আলাদা ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটা আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে, নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’

পুরো বক্তব্য দেখতে ভিডিওতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি