ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

মার্চে-ই তাপমাত্রা ৪০ ডিগ্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ২২:৩৩, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হাঁড় কাপানো শীত পেরিয়ে কেবল বসন্তের বাতাবরণ শুরু হয়েছে। এরই মধ্যে তাপদাহ ঝাপটা মেরে ধরছে। তাই স্বভাবতই প্রশ্ন ওঠছে, এবার তাপমাত্রা কি আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য তো তাই বলছে। শুধু তাই নয়, চলতি মাসেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মার্চ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকভাবে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। তবে এবার এর চেয়ে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে এ মাসের গড় তাপমাত্রা দাঁড়াতে পারে ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এদিকে মার্চ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং একটি মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে। গরমের সঙ্গে সঙ্গে কালবৈশাখীর ঝাপ্টাও আসতে পারে বলে জানা গেছে।

গত ১লা মার্চ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জানানো হয়, মার্চ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক-দুই দিন শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী, বজ্র-ঝড় ও দেশের অন্যান্য এলাকায় ৪-৫ দিন শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি কালবৈশাখী, বজ্র-ঝড় হতে পারে। এ ছাড়া মার্চ মাসে দেশের ৮টি বিভাগে গড়ে ৫০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে ১১০ থেকে ১৩০ মিলিমিটার।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি