ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মিন্নির জামিন হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন প্রশ্নে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রায় দিবেন হাইকোর্ট। 

মিন্নির করা জামিন আবেদনের রেলের শুনানি শেষে বুধবার (২৮ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।

আদালত মিন্নির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী। এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী আদালতের আহবানে শুনানি করেন।  

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মামলার নথি উপস্থাপন করেন।

এর আগে ২০ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে বরগুনার পুলিশ সুপারের কাছে ব্যাখ্যা তলব ও তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি