ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব   

প্রকাশিত : ২০:১৫, ২৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৩৪, ২৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মিয়ানমার সীমান্তে বাংলাদেশিরা সন্ত্রাসী হামলা চালিয়েছে এমন সংবাদ মিয়ানমারের গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় এসব অপপ্রচারের জবাবে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও’কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।     

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মো. দেলোয়ার হোসেন মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করলে বিকেল ৫টার দিকে রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি মিয়ানমারের বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মংডু পুলিশ পোস্ট এলাকায় বাংলাদেশি নাগরিকরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ ওই সন্ত্রাসী হামলার তথ্য নিশ্চিত করে বলে খবরে জানানো হয়।

রাষ্ট্রদূতকে ডেকে প্রকাশিত এসব খবরের কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে স্পষ্ট ভাষায় জানানো হয়, বাংলাদেশ এ ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনোভাবেই জড়িত নয়। এ বিষয়ে সতর্ক করতেই তলব করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে।

এই নিয়ে শুধু জানুয়ারি মাসেই পৃথক দুটি বিষয়ে দুই দফা প্রতিবাদ জানানো হলো প্রতিবেশী দেশটিকে। এর আগে গত ৮ জানুয়ারি আরাকান আর্মি ও আরসা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিয়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্রের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।

এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি