ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মুন্সিগঞ্জে মাকে গলা কেটে হত্যা করল ছেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫১, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় মাকে গলা কেটে হত্যা করেছে ছেলেসময় ধস্তাধস্তিতে নিহতের মেয়ে মনি (২৭) আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন গণমাধ্যমকে জানান, ছেলের হাতে মা খুনের খবর পেয়ে পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। ঘাতক ছেলে মো. রতনকে (৩০) পুলিশ গ্রেফতার করে। নিহত জাহানারা বেগমের (৭০) লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহত মনি জানায়, তার ভাই নেশাগ্রস্ত। গতরাতে সে বাড়িতে এসেই মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মাকে ধারালো ছুরি দিয়ে কোপাতে থাকে এবং পরবর্তীতে গলা কেটে হত্যা করে। আমি বাঁধা দিতে গেলে আমাকেও ছুরি দিয়ে আঘাত করে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি