ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।   

মুক্তারপুর পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ হাসান মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেন।

তিনি জানান, "ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। মরদেহের পরণে শুধু একটি ট্রাউজার ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।"

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি