ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠতা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৩৬, ২৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একটি ফিউনরাল পার্লারে একের পর এক কফিনের ঢাকনা খুলে মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল কাসিম খুরম নামে তেইশ বছরের এক যুবক। ডাকাতির উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল এই যুবক। তবে সঠিক সময়ে অ্যালার্ম বেজে যায়। ফলে পুলিশ তাকে আটক করে।

ইংল্যান্ডের গ্রেট বার অঞ্চলে এমন ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বার্মিংহ্যাম অঞ্চলে থাকে কাসিম খুরম নামে আটক সেই যুবক। তার ঘাড়ের কাছে একটি ফিলিস্তিনের ফ্ল্যাগ ট্যাটু করা রয়েছে। হাতেনাতে ধরা পড়ার পরেও প্রথমে অপরাধ স্বীকার করতে চায়নি খুরম। অবশ্য পরে জেরার মুখে ভেঙে পড়ে সে।

খুরম জানায়, রাতে ইংল্যান্ড কো-অপারেটিভ ফিউনরাল কেয়ার হোমের দরজা ভেঙে ভেতরে ঢোকে ডাকাতির উদ্দেশ্য নিয়ে। হোমে সাজিয়ে রাখা বেশ কয়েকটি কফিনের ঢাকনা খোলে মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠ হয়।

খুরমের বেশ কয়েক বছর কারাদণ্ড হবে বলে মনে করছে বিচারকরা। তবে তার পরিমাণ কতটা হবে তা নির্ভর করছে তার সাইকিয়াট্রিক প্রতিবেদনের ওপর।

সূত্র: ডেইলি মেইল

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি