মোরা’র আঘাতে চট্টগ্রামে কোন হতাহতের ঘটনা ঘটেনি
প্রকাশিত : ১৮:০৬, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৮:২৬, ৩১ মে ২০১৭
				
					ঘুর্নিঝড় মোরা’র আঘাতে চট্টগ্রামে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
জেলা প্রশাসক জিল্লুর রহমান জানান, ঘুর্র্নিঝড় মোরা’র আঘাতে সন্দ্বীপ, সীতাকুন্ড, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, মিরসরাই, হাটহাজারী, রাউজান, বোয়ালখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় মোট ১৪ হাজার ২৫০ জন ক্ষতিগ্রস্থ’ হয়েছেন। ২ হাজার ৫৯৬টি বাড়িঘর আংশিক এবং ২হাজার ৭৪৫টি সম্পর্ণভবে বিধ্বস্থ হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
				        
				    









