ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মোশাররফ করিম-জুঁই দম্পতির কণ্ঠে এবার গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা মোশাররফ করিমের কণ্ঠে ভালোই সুর ওঠে। তার অভিনীত বেশিরভাগ নাটকে সেই প্রমাণ মিলেছে বহুবার, তবে সেটা খালি গলায়। এবার এই অভিনেতা আনুষ্ঠানিকভাবে কণ্ঠ দিলেন একটি ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে।

সহশিল্পী হিসেবে আরও গাইলেন তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই ও অভিনেতা আহসান হাবীব নাসিম। গানটি তৈরি হলো রওনক হাসান পরিচালিত প্রথম ধারাবাহিক ‘বিবাহ হবে’ নাটকের জন্য।

টম ক্রিয়েশনস প্রযোজিত এই ধারাবাহিকের জন্য গানটি লিখেছেন রওনক হাসান ও নাওমি কামরুন বিধু। সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির রেকর্ডিং হয় মগবাজারের একটি স্টুডিওতে।

রওনক হাসানের রচনা ও পরিচালনায় ‌‘বিবাহ হবে’ নাটকটির শুটিং শুরু হয় ১৮ সেপ্টেম্বর। টানা ১১দিন শুটিং শেষে এখন চলছে সম্পাদনার কাজ।
সংগীত পরিচালক হুমায়ূন বললেন, টানা ১১ দিন প্রথম অংশের শুটিং শেষে সম্পাদনার পাশাপাশি এর শীর্ষ সংগীতের কাজটিও শেষ করলাম। গানটি দারুণ হয়েছে। আমি মুগ্ধ। গানটির সঙ্গে জড়িত সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব ঠিক থাকলে শিগগিরই নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি