ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ম্যাসেঞ্জারের ইমোজি সরিয়ে নিচ্ছে ফেইসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৪৭, ৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ফেইসবুক আর ম্যাসেঞ্জারের ইমোটিকনগুলো যে এক রকম নয়, সেটা সহজেই বোঝা যায়। যে ইমোজিগুলো ফেইসবুক পোস্টে দেওয়া যায় সেগুলো ম্যাসেঞ্জারে থাকে না। এবার ম্যাসেঞ্জারে আলাদা করে কোনো ইমোজি সেট রাখবে না ফেইসবুক। ফেইসবুকের ইমোজি দিয়েই ম্যাসেঞ্জারে ভাব প্রকাশ করতে হবে।

এর আগে ম্যাসেঞ্জারের নিজস্ব ইমোজি উন্মোচন করা হয়েছিলো ২০১৬ সালের জুনে। তবে ঠিক কি কারণে ফেইসবুক ম্যাসেঞ্জার থেকে ইমোজি সরিয়ে নেওয়া হচ্ছে তা জানা যায়নি।

ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড ফোনে যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন তারা শুধু ফেইসবুকের ইমোজি ব্যবহার করতে পারবেন। আর অ্যাপল পণ্য ব্যবহারকারীরা তাদের ডিভাইসে নিজস্ব আইওএস ইমোজি ব্যবহার করতে পারবেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি