ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহের সাংসদ ও সাবেক সাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান আর নেই

প্রকাশিত : ১৩:৫৮, ২ মে ২০১৬ | আপডেট: ১৩:৫৮, ২ মে ২০১৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহের গৌরীপুরের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সোয়া ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হৃদরোগজনিত সমস্যায় গতকাল রোববার রাত ১২টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। মজিবুর রহমান ফকির ময়মনসিংহ-৩ আসনে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি