ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে বিবিধ প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ২০ মে ২০১৭ | আপডেট: ১৪:৪০, ২০ মে ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট্য আইনজীবী আনিসুর রহমান খাঁন রচিত নির্বাচিত নিবন্ধ সংকলন -বিবিধ প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে বিবিধ প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিরা বইটির উপর আলোচনায় অংশ নেন।


    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি