ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের মণিরামপুর উপজেলায় দু’দল ডাকাতের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার ভোরে উপজেলার কোদলাপাড়া জামতলা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

তবে নিহত যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ৩২ বলে জানা গেছে।

ওসি মোকাররম হোসেন জানান, খেদাপাড়া ফাঁড়ি পুলিশ বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি