ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

যাবজ্জীবন সাজার মেয়াদ কত বছর জানা যাবে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১ ডিসেম্বর ২০২০ | আপডেট: ০৯:০৪, ১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কত বছর কারাভোগ করতে হবে সে বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেবেন আজ। মঙ্গলবার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পুর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেবেন। 

আপিল বিভাগ গত ২৪ নভেম্বর এক আদেশে ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে দেশের প্রচলিত আইনে আছে এক রকম, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে এ বিষয়ে দুই রকম রায় দেওয়া হয়েছে। ফলে এ নিয়ে কারা কর্তৃপক্ষ ও সাজাপ্রাপ্ত আসামিরা বিভ্রান্তিতে রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাদণ্ড, নাকি ৩০ বছর কারাদণ্ড হবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত আসবে, তা জানা যাবে এ রায়ের মধ্য দিয়ে। এই রায়ের মধ্য দিয়ে বিভ্রান্তির অবসান ঘটবে বলে মনে করেন আইনজীবীরা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি