ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্র গেলেন মাহবুব তালুকদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ব্যক্তিগত সফরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যুক্তরাষ্ট্র গেলেন। গতকাল রাত পৌনে ১১টায় তিনি ঢাকা ত্যাগ করেছেন। তবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ৩১ অক্টোবরই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, ‘শনিবার রাত পৌনে ১১টায় তিনি ঢাকা ত্যাগ করেছেন।’
সফরের বিষয়ে এরআগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গণমাধ্যমকে বলেন, এটা আমার পারিবারিক সফর। মোট আটজন আমরা আমেরিকায় একত্রিত হব। আমার ছেলে কানাডা থেকে আসবে। আমি সফর শেষ করে ৩১ অক্টোবর দেশে ফিরব।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি