ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তুলবেন না: নসরুল হামিদ

প্রকাশিত : ০০:০৭, ১১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০০:১১, ১১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব শিল্প এলাকায় শিল্প-কারখানা গড়ে তুলবেন। যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তুলবেন না। কারণ তাতে গ্যাস, বিদ্যুৎ সংযোগ দিতে সমস্যা হয়। রোববার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে জেএমআই গ্রুপের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও অগ্রণী ব্যাংক লিমিটেড আয়োজক হিসেবে জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পের জন্য সিন্ডিকেশন চুক্তির আওতায় ৩৮০ কোটি টাকা ঋণ সুবিধা দেয়। এর ঋণ চূড়ান্তকরণ উপলক্ষে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক তার প্রতিষ্ঠান সম্পর্কে জানান। তিনি বলেন, এই গ্রুপের উৎপাদিত ওষুধ সামগ্রি বিশ্বের ৭০ দেশে রফতানি করা হচ্ছে।

নসরুল হামিদ আরও বলেন, আমেরিকাসহ বড় বড় দেশ এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তারা বিনিয়োগ করার জন্য আমার সঙ্গে দেখা করেছে। জ্বালানির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে প্রতি আস্থা রাখেন, আমরা দেশের উন্নয়ন করে যাবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম, বিআইএফএফএলের নির্বাহী পরিচালক ও সিইও এসএম ফরমানুল ইসলাম, সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক কাজী শাইরুল হাসান ও জিএমআই গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি