ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে সব অভিনেত্রী সালমানের সঙ্গে কাজ করতে আগ্রহী না 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৩৮, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খান একাই একটি ইন্ডাস্ট্রি। তিনি বলিউডের সুলতান। তার ছবি মানে বক্স অফিস হিট। তার সঙ্গে স্ক্রীন শেয়ার করতে কে না চায়। প্রত্যেক নায়িকাই চান তার সঙ্গে কাজ করতে। তবে কয়েকজন অভিনেত্রী আছেন যারা সরাসরি না বললেও কাজ করতে চাননা সালমান খানের সঙ্গে৷ 

১) দীপিকা পাডুকোন বলিউডকে মাতাচ্ছেন। এখন তিনি বলিউডের রানী৷ প্রতিটি হিট ছবি তাঁর ঝুলিতে৷ টিনসেলের অন্যতম বিখ্যাত অভিনেত্রী তিনি৷ তবে ছলে-বলে প্রায় পাঁচবার সালমানের সাথে কাজ করার অফার ফিরিয়ে দিয়েছেন তিনি৷ কারণ যা সামনে এসেছে তা হল স্ক্রিপ্ট পছন্দ হয়নি তার৷

২) সোনালি বেন্দ্রে ও সালমান খানের জুটি সকলের মন কেড়েছিল৷ তাদের রোমান্টিক কেমিস্ট্রি ‘হাম সাথ সাথ হ্যয়’ ছবির অন্যতম আকর্ষন৷ তবে এই ছবির পর আর কখনও একই ছবিতে দেখা যায়নি তাদের৷ ধারণা করা যেতে পারে কৃষ্ণসার হত্যা মামলার জন্যই বেঁকে বসেন এই অভিনেত্রী৷

৩) জুহি চাওলার সঙ্গে সালমান খান একবারই একটি ছবিতে অভিনয় করেন তাও স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন সালমান খান৷ ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’৷ দুজন তারকাই নয়ের দশকে বিশাল ডিমান্ড৷ তবে তারা কেন একসঙ্গে কাজ করেননি তা এখনও রহস্য৷

৪) ‘জাব প্যয়র কিসিসে হোতা হ্যয়’ ছবিতে সালমান খান চুটিয়ে রোমান্স করেছিলেন টুইঙ্কেল খান্নার সঙ্গে৷ ছবিটি বেশ হিটও হয়েছিল৷ তবে এই অভিনেত্রী আর কখনও সালমানের সঙ্গে কোন ছবি সাইন করেনি৷ কী কারণ সেটা এই দুজন ছাড়া আর কোরোর পক্ষেই বলা সম্ভব নয়৷

৫) আমিশা পাটেল ‘ইয়ে হে জালবা’ ছবির নির্মাতারা ভেবেছিলেন সালমানের বিপরীতে আমিশাকে কাস্ট করলে হয়তো ছবি ব্লকবাস্টার হতে বাধ্য৷ তবে ছবি মুক্তি পেতে না পেতেই পাওয়া গেল কেবল পানির মতো ঠান্ডা কেমিস্ট্রি৷ এই কারণেই বোধহয় আর দুজনে একে অপরের সাথে কাজ করেনেনি৷

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি