‘যে হাসপাতাল জুলাই আন্দোলনকারীদের চিকিৎসা দিবে তারা রেহাই পাবে না
প্রকাশিত : ১৮:১৫, ১৭ আগস্ট ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ কিংবা আহত আন্দোলনকারীদের চিকিৎসা দিলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন এক ভুক্তভোগী।
রোববার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নাঈম শিকদার বলেন, “গত বছরের ৪ আগস্ট খুলনায় পুলিশের গুলিতে আমি আহত হই। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে গেলে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়, চিকিৎসা দিলে হাসপাতাল রেহাই পাবে না।”
ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনজন সাক্ষী সাক্ষ্য দেন। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
সাক্ষ্যগ্রহণ পরিচালনা করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, আসামিপক্ষের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
এসএস//
আরও পড়ুন